Thursday, January 4, 2018

উপলব্ধি - ১২


বিসমিল্লাহির রাহমানির রাহিম


অনেকদিন ধরে ব্লগে লেখা হয়না। আশা আছে এই বছর হতে আবার নিয়মিত লিখা লেখা শুরু করব। ইন শা আল্লাহ। আজ জীবন হতে নেয়া কিছু উপলব্ধি পাঠকদের সামনে তুলে ধরলাম।   


১) আল্লাহ একেকজনকে একেক অবস্থায় রেখে পরীক্ষা নেন। চারপাশ থেকে কষ্ট পেয়ে আপনি যখন ভাবছেন কষ্টে আছেন তখন আপনার থেকেও দেখবেন অনেকে কষ্টে আছে। এটা ভেবেও শুকরিয়া করা দরকার যে আল্লাহ আপনাকে অনেক ভালো রেখেছে। 

২) আমরা মাঝেমাঝে ধৈর্যহারা হয়ে যাই। আমরা বুঝতে চেষ্টা করি না আমাদের কাছের মানুষটা কেমন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। আমরা হুটহাট তাদের বিচার করে বসি। কষ্ট দিই। 

৩) একজন ভাই বলল, তার সাথের বন্ধুরা যারা অধিকাংশই অতীতে পাপে লিপ্ত ছিল আজ তাঁরা প্রতিষ্ঠিত। কিন্তু তিনি ভালো হয়েও কষ্টে আছেন। এ কেমন বিচার! আমি বলি, খেলা এখনো শেষ হয়ে যায়নি। ধৈর্যধারণ করুন, কে কী বলল আমলে নিবেন না; একদিন, একদিন আপনি ভালো করবেনই।



৪) আল্লাহ আমাদের সবার জন্য রিজিকের ব্যবস্থা করে রেখেছেন। এইযে আমরা শ্বাসপ্রস্বাস নিই এটাও আমাদের রিজিকের আওতায় পড়ে। আমাদের চারপাশ বলে, আমরা বড়ই বাছবিচার করি। বাছবিচার করলে দুনিয়ায় প্রতিষ্ঠিত হওয়া যাবে না। আসলে আমরা বাছবিচার করি না। আল্লাহ একমাত্র আমাদের সঠিক গন্তব্য জানেন। বাছবিচারেই বের হয়ে আসে আমাদের জন্য বরাদ্দকৃত রিজিক। অর্থাৎ উপার্জনের উৎস।

৫) নিয়ত একটি বড় ব্যাপার। আমাকে একজন একবার বলেছিল, তার পরিবার অর্থাভাবে আছে, তাই সে অনেক টাকা উপার্জন করতে চায়। দুনিয়ায় সৎ উপায় তা অনেক কঠিন; তাই প্রয়োজনে সে অসৎ উপায়ে উপার্জন করতে দ্বিধাবোধ করবে না। আমাকে বলেছিল, যেন আমি সাহায্য করি। আমি বলেছিলাম, সফলতার কোন শর্টকাট নেই; দুঃখিত।

(জীবন থেকে নেয়া)


No comments:

Post a Comment