Sunday, May 31, 2015

পর্যবেক্ষণ - ৫


 بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ

                        শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়অতি দয়ালু 


ইমাম সুফিয়ান আস-সাওরিকে একবার আল্লাহর কুরআনের বাণী, “মানুষকে দুর্বল করে সৃষ্টি করা হয়েছে” সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিলো, “দুর্বল বলতে কী বুঝানো হয়েছে?”

তিনি উত্তর দিয়েছিলেন, 

“কোন পুরুষের পাশ দিয়ে একজন নারী গেলে সে নারীটির দিকে তাকানো থেকে নিজেকে সামলাতে পারে না এবং এতে (নারীটির দিকে তাকানোর মাঝে) তার কোনই উপকার নেই। এর চেয়ে বেশি দুর্বল আর কোন কিছু আছে কি?”

[হিলইয়াহ আল-আউলিয়া, ৭/৬৮]

অতি উত্তম ও সত্য কথা!!

কিছু নারীবাদী বোনেরা বলেন, তারা যেমন খুশি তেমন কাপড় পরিধান করবেন; কেন আমরা পুরুষেরা তাদের দিকে তাকাবো? আমাদের কোন অধিকার নাই তাদের দিকে তাকানোর।

আসলে আপনাদের দিকে তাকানোর মধ্যে আমাদের কোন উপকার নাই। বরঞ্চ অনেক ক্ষতি হয়! নারীদের প্রতি পুরুষেরা আকৃষ্ট হবে, এটা আমাদের ফিতরাত; এটা স্বাভাবিক। আমরা নপুংসক নই! আপনারা বেপর্দা চলাফেরা করবেন আর আমরা কতক্ষণ চোখ নামিয়ে থাকতে পারব? বেশিক্ষণ পারব না। এখানেই ইমাম সুফিয়ান সাহেব যথার্থই বলেছেন- ''এর চেয়ে বেশি দুর্বল আর কোন কিছু আছে কি?''

অনেক বোনেরা বলেন, ইসলামে শুধু নারীদের পর্দা করতে বলেনি, বলেছে পুরুষদেরও। কেন আমরা নিজেদের চরকায় তেল না দিয়ে নারীদের পর্দা পর্দা বলে লাফাই! ওয়েট! উত্তর দিচ্ছি, কেন লাফাই! হ্যাঁ, অবশ্যই ইসলাম বলেছে। আমাদেরও পর্দা আছে। এ বিষয়ে আমাদের উদ্দেশ্যে আল্লাহ্‌ কুর'আনে কি বলেছেন শুনুন-

"মুমিনদেরকে বলুন, তারা যেন তাদের দৃষ্টি নত রাখে এবং তাদের যৌনাঙ্গর হেফাযত করে। এতে তাদের জন্য খুব পবিত্রতা আছে। নিশ্চয় তারা যা করে আল্লাহ তা অবহিত আছেন।" (১)

                                               

বোনেরা, আল্লাহ্‌ কিন্তু আপনাদের জন্যও ঠিক পরের আয়াতেই বলেছেন। দেখুন কি বলেছেন আল্লাহ্‌-

"ঈমানদার নারীদেরকে বলুন, তারা যেন তাদের দৃষ্টিকে নত রাখে এবং তাদের যৌন অঙ্গের হেফাযত করে। তারা যেন যা সাধারণতঃ প্রকাশমান, তা ছাড়া তাদের সৌন্দর্য প্রদর্শন না করে এবং তারা যেন তাদের মাথার ওড়না বক্ষ দেশে ফেলে রাখে এবং তারা যেন তাদের স্বামী, পিতা, শ্বশুর, পুত্র, স্বামীর পুত্র, ভ্রাতা, ভ্রাতুস্পুত্র, ভগ্নিপুত্র, স্ত্রীলোক অধিকারভুক্ত বাঁদী, যৌনকামনামুক্ত পুরুষ, ও বালক, যারা নারীদের গোপন অঙ্গ সম্পর্কে অজ্ঞ, তাদের ব্যতীত কারো আছে তাদের সৌন্দর্য প্রকাশ না করে, তারা যেন তাদের গোপন সাজ-সজ্জা প্রকাশ করার জন্য জোরে পদচারণা না করে। মুমিনগণ, তোমরা সবাই আল্লাহর সামনে তওবা কর, যাতে তোমরা সফলকাম হও।" (২)

আপনারা কি এর একটাও মানেন? নিজের ইচ্ছা মত পোশাক পরিধান অধিকার কে দিয়েছে আপনাদের? উল্টো আমাদেরই বলছেন, নিজের চরকায় তেল দিতে! ভণ্ড আমরা, নাকি ভণ্ড আপনারা? আপনারা যদি মাথার ওড়না বক্ষ দেশে ফেলে না রাখেন, কিভাবে আমরা দৃষ্টিনত রেখে টিকে থাকব!


                                               

সম্মানিত বোনেরা, বুঝতে পারছেন কি কারণে পর্দা পর্দা বলে আমরা আপনাদের মাথা ব্যথা করে দিচ্ছি। শুধু আপনাদের ভালোর জন্য। যেন আপনারা দৃষ্টি নত রাখেন এবং যৌন অঙ্গের হেফাযত করতে পারেন। বোনদের সাথে কোন ধরনের দুর্ঘটনা সমাজে না ঘটুক, এটাই তো ভাইয়েরা চায়। আপনারা যদি সাহায্য করেন তাহলে আমরাও নিজেদের দুর্বলতা এড়িয়ে ভালো ভাবে পথ ঘাটে চলাফেরা করতে পারব smile emoticon

আসুন, ভাইবোনেরা আমরা আল্লাহ্‌ সুবহানু তা'আলার সামনে আমাদের কৃতকর্মের জন্য তাওবা করি যেন আমরা সফলকাম হই এই দুনিয়ায় আর সেই অনন্ত সময়ের আখিরাতে smile emoticon


ইন শা আল্লাহ্‌। জাজাকুমুল্লাহু খাইরান smile emoticon
re

রেফারেন্স:

(১) সূরা আন-নূর আয়াত-৩০

(২) সূরা আন-নূর, আয়াত-৩১