আলহামদুলিল্লাহ, সুদীর্ঘ প্রতীক্ষার পর
রেইনড্রপ্স রিলিজ করছে ধারাবাহিক অডিও লেকচার সিরিজ "পথিকৃৎদের পদচিহ্ন:
নবীদের জীবন"।
কোন
সন্দেহ নেই, মুসলিম
উম্মাহ বর্তমানে একটি ক্রান্তি ও চ্যালেঞ্জের সময় অতিক্রম করছে। এই কঠিন পরীক্ষায়
টিকে থাকতে ও উত্তীর্ণ হবার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা আমাদের কাছে বারবার
বর্ণনা করেছেন অমূল্য কিছু কাহিনী, নবীদের জীবন ও তাঁদের আদর্শ।
কুরআনের অর্ধেকটা জুড়ে পূর্ববর্তী নবীদের কাহিনী বর্ণিত হলেও আমরা অনেকেই এই
ব্যাপারে নিতান্তই গাফেল, আর তাই
এই লেকচার সিরিজ।
কেন
আমরা নবীদের কাহিনী জানব?
প্রথমত, দিকনির্দেশনা পেতে। আম্বিয়াগণ
আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা, তাঁদেরকে তিনি সরলপথে পরিচালিত
করেছেন। তাই, কোন
তন্ত্র-মন্ত্র নয় বরং নবীদের পদচিহ্ন অনুসরণ করার মাধ্যমে আমরা সাফল্যের দেখা
পাবো।
দ্বিতীয়ত, তাঁদের সাহসিকতা, বীরত্ব আর সংগ্রামী কাহিনী, ইনশাআল্লাহ আমাদেরকেও
বর্তমানের কঠিন পরিস্থিতি মোকাবেলায় প্রেরণা যোগাবে ও সাহস সঞ্চার করবে।
তৃতীয়ত, আমরা দেখব ইতিহাসের পুনরাবৃত্তি
ঘটে আর সকল বাঁধা-বিপত্তি উপেক্ষা করে আম্বিয়াগণকে আল্লাহ তার শত্রুদের বিরুদ্ধে
অভাবনীয় সব উপায়ে সাহায্য করেন এবং বিজয় দান করেন।
১ম
পর্বের শুরু সৃষ্টির শুরু দিয়ে, এরপর ধারাবাহিক ভাবে আলোচিত হয়েছে
আম্বিয়াদের জীবনী জানার গুরুত্ব, মহান আল্লাহ তা'আলার মানব জাতি সৃষ্টির কারণ, সৃষ্টির সময়ে ফেরেশতাদের
বক্তব্য ও আল্লাহর প্রত্যুত্তর ইত্যাদি।
এছাড়াও
যে বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে:
• আদম আ.
এর সাথে ইবলিসের শত্রুতা।
• আদম আ. এর প্রথম কথা।
• আদম আ. কে আল্লাহর শিক্ষাদান।
• সঙ্গিনী হাওয়া আ. এর সৃষ্টি ও তাদের জান্নাতে বসবাস।
• ইবলিসের কুমন্ত্রণা, আদম আ. ও হাওয়া আ. এর ভুল, মহান আল্লাহ কর্তৃক আদম আ. কে দু'আ শিক্ষা ও সবশেষে আমাদের জন্য যে শিক্ষা রয়েছে।
• আদম আ. এর প্রথম কথা।
• আদম আ. কে আল্লাহর শিক্ষাদান।
• সঙ্গিনী হাওয়া আ. এর সৃষ্টি ও তাদের জান্নাতে বসবাস।
• ইবলিসের কুমন্ত্রণা, আদম আ. ও হাওয়া আ. এর ভুল, মহান আল্লাহ কর্তৃক আদম আ. কে দু'আ শিক্ষা ও সবশেষে আমাদের জন্য যে শিক্ষা রয়েছে।
হাই
কোয়ালিটি ডাউনলোড:https://ia600604.us.archive.org/1/items/Thelivesofprophets/01.BnTheStoryOfAdam.mp3
মিডিয়াম
কোয়ালিটি ডাউনলোড:https://ia600604.us.archive.org/1/items/Thelivesofprophets/01.BnTheStoryOfAdamMq.mp3
This Ramadan has come to us Ramadan Speacial. Here you will find everything necessary for Ramadan.
ReplyDeleteRamadan Speacial
Islamic Life
Home Page
JazakAllahu Khairan
Deleteপরে আর বের হয় নাই? ঈসা আ. এর পরে?
ReplyDeleteবের হয়েছে। আপডেট করা হয়নি। আপনি কি বাকিগুলো শুনেছেন?
Delete