Saturday, July 13, 2019

পর্যবেক্ষণ - ৯ | পরশ্রীকাতরতা


  بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ

              শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়অতি দয়ালু 


একটা ব্যাপার খেয়াল করলাম, এদেশের উচ্চশিক্ষিতরা নিজ নিজ অবস্থানে কেউই সন্তুষ্ট নয়। আমার অবজারবেশনের স্যাম্পল সাইজ অল্প কিন্তু কম বেশি সব প্রফেশনের সাথেই কথা হয়েছে। মানুষের স্বাভাবিক প্রকৃতি হল চাহিদা অসীম। আপনার চোখে আমি সফল হলেও আমার চোখে আমি মোটেও সফল না; এক্ষেত্রে দেখা যায় আরেকজনকে ফ্রেম অফ রেফারেন্স ধরে নিজের জীবনকে তুলনা করছি। ফলে দেখা যায়, নিজ অবস্থানে অনেক ভালো থাকার পরেও মানসিক শান্তিলাভ করতে পারেন না অনেকেই। হতাশ থাকেন। 

'বন্ধু গাড়ি-বাড়ি করে ফেলেছে, বউ-বাচ্চা নিয়ে ঘুরছে আর আমি কিনা এখনো ক্যারিয়ার সেট দূরে থাক বিয়েই করতে পারলাম না' এভাবে না ভেবে যদি এমন ভাবি 'আমি আল্লাহর রহমতে ছোট খাট পজিশনে জব করতে পারলেও আমার অনেক বন্ধুই এখনো রাস্তায় রাস্তায় জুতোর তলা ক্ষয় করছে' তাহলে আমার মনে হয় হতাশা কমবে।