Monday, November 2, 2015

স্মরণিকা – ২ | দিনব্যাপী আহবান


                                    بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ

     শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়অতি দয়ালু 



আহবান – ১   

ফজরের জামা'আত মিস করে তোমার যদি কান্না না পায়.....
তাহলে বুঝে নিবা তোমার অন্তর মরে গেছে



আহবান - ২

'থাক মসজিদে যাব না। বাসায় পড়ে ফেলি।'

ভাই, এভাবে যদি যুহরের জামা'আত মিস কর, তাহলে বুঝবা তোমার ঈমান কমে যাচ্ছে। ঈমান জিনিসটা ব্যাটারির মতন। যত আমল করবা তত চার্জ আপ হবে।




আহবান – ৩

 আসরের আযান হল সবে। আলসেমি ভর করেছে তোমাতে। ভাবছ, একটু ঘুমিয়ে নিই; মাগরিবের আগেভাগে পড়ে নেয়া যাবে.....

আলসেমি না শয়তান ভর করেছে, ভাই। বাকির নাম ফাঁকি। চলো মসজিদে চলো। জামা'আত শুরু হতে বেশি দেরী নাই.....



আহবান - ৪

মাগরিবের ওয়াক্তেই ঈমানের আসল পরীক্ষাটা হয়। আযানের সাথে সাথে সবাই মসজিদ পানে দেয় ছুট।

এ দৌঁড় প্রতিযোগিতায় হেরে গেলে তো নিজের আখিরাত হারালে, ভাই। যে মাগরিবের জামা'আত মিস করল তার চেয়ে হতভাগা আর কে হতে পারে!



 আহবান - ৫

হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ.....

মসজিদ হতে কল্যাণের পথে আহবান করা হচ্ছে। আর কল্যাণ কিসে সেটা তোমাকে বুঝতে হবে। কারণ তুমি নামকাওয়াস্তে মুসলিম নও।

ভাই আমার, তুমি এশার জামা'আতে যেতে না যেতে 'বদ' অভ্যেস বানিয়ে ফেলেছো। তোমার মধ্যে নিফাকের ছায়া উঁকি দিচ্ছে ভাই। কেননা একমাত্র মুনাফিকেরই এশা আর ফজর জামা'আতে পড়তে কষ্ট হয়।

আর তুমি জানো মুনাফিকের শাস্তি কি! অন্তর থেকে নিফাকটা ঝেড়ে চলো 'হাইয়া আলাস সালাহ' ডাকে সাড়া দিই। এশার জন্য প্রস্তুতি নিই। চলো ভাই আমার, চলো মসজিদে যাই। নতুন করে শুরু করি সব। 


জাজাকুমুল্লাহু খাইরান।

০২ নভেম্বর, ২০১৫ খৃস্টাব্দ 
২০ মুহররম, ১৪৩৭ হিজরী  

No comments:

Post a Comment