Thursday, November 12, 2015

উপলব্ধি - ১০ | রিযিক


                                                           بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ

     শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়অতি দয়ালু 



সকালবেলা। অফিসপাড়া তখনো ব্যস্ত হয়ে উঠেনি। খাবারের গাড়িটা মাত্রই এসেছে। একটা লোক দরজাটা খুলে বের করছে বিস্কুটের প্যাকেট, বাটার বন, হানি কম্ব নানান টাইপের খাবারগুলো। দোকানের বুড়ো চাচা বুঝে নিচ্ছেন প্রোডাক্টগুলো। খুশিমনে চাচা সুন্দর করে তার ছোট্ট টঙ্গে সাজিয়ে নিচ্ছিলেন খাবারগুলো। নতুন দিনের নতুন খাবার।

দূর থেকে এসব ফ্যালফ্যাল করে চেয়ে চেয়ে দেখছিল একটি কিশোর। পরনে ছেড়া সাদা গেঞ্জি, একটি থ্রি-কোয়ার্টার। তার সামনে একটা ঠ্যালাগাড়ি। সেথায় টুপি পড়া দাড়িওয়ালা এক বৃদ্ধ। সামনে একটা থালা। ওতে ছড়ানো ছিটানো কিছু দুই টাকা আর নাম না জানা কয়েন। কিছুক্ষণ দোকানের দিকে তাকিয়ে থেকে আবার শুরু করল আকুতি-মিনতি। গতকাল থেকে কিছু খেতে পায়নি তার অন্ধ বাবা। কিছু টাকা দরকার।

আজকে রাস্তাটা ফ্রিই ছিল। এখানে আসতে লেগেছে মাত্র ১০ মিনিট। এখনো অফিস খুলেনি। অগত্যা বসে আছি চায়ের দোকানে। ধূমায়িত রং চায়ে বিস্কুট ডুবিয়ে ডুবিয়ে খাচ্ছি আর সময় কাটাচ্ছি। একটা প্লট মাথায় এসেছে। ঠিক করেছি, ওয়ার্ডে একটা খসড়া লিখে ফেলব। খাবারের গাড়িটা মাত্রই এসেছে। বাতেন চাচা লতিফ মিয়ার কাছ থেকে প্রোডাক্টগুলো বুঝে নিয়ে খুশি মনে দোকান সাজাচ্ছিল। হানি কম্ব আমার খুব প্রিয়। মাথায় কিছু প্ল্যান করে ফেললাম। কয়েকটা কিনতে হবে। যেই ভাবা সেই কাজ। আমি হয়ে গেলাম সদা হাস্যজ্জ্বল বাতেন চাচার নতুন দিনের প্রথম কাস্টমার।

Tuesday, November 3, 2015

উপলব্ধি - ৯ | জন্মদিন

                          
                                    بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ

     শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়অতি দয়ালু 


কুফফাররা (এটা কোন গালি নয়, আল্লাহকে অস্বীকারকারী অর্থে ইউজ করেছি) বিলিভ করে আমাদের এই জীবনটা হল একটা যুদ্ধ। কার সাথে যুদ্ধ? প্রকৃতির সাথে। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমরা প্রকৃতির সাথে যুদ্ধ করে একটা সময় এই প্রকৃতিরই অংশ হয়ে যাই। এটাই তারা বিশ্বাস করে। পৃথিবীর নানা প্রান্তে নানা ধরনের মতবাদ চালু আছে। আপনি যদি পশ্চিমা সমাজের দিকে তাকান তাহলে বুঝবেন তারা কোন ভিউটা অন্তরে ধারণ করে আছে। ফর এক্সাম্পল, নেইটিভ অ্যামেরিকানদের কথাই ধরুন।  তাদের আদি পিতারা মনে করত তারা প্রকৃতির একটা অংশ, এজন্য তারা প্রকৃতির বিরুদ্ধে যেতে চাইত না, এর কোন ক্ষতি করত না। তারা মনে করত শুরু থেকে প্রকৃতির সাথে যুদ্ধ চলছে। কিরকম সে যুদ্ধ? একেবারে বাচ্চাকালে মানুষ যখন পৃথিবীতে আসে তখন তাকে গরম ঠাণ্ডার সাথে খাপ খাইয়ে চলতে হয়। যদি সে খাপ খাইয়ে নিতে পারে তখনই সে বড় হয়। যদি না পারে তাহলে তাকে প্রকৃতি ফেরত নেয়। পশ্চিমা সমাজের ভিউ আর নেইটিভ অ্যামেরিকানদের ওল্ড ভিউয়ের মধ্যে কোন তফাৎ নাই। একটা বাচ্চা যখন বড় হয় তারা ভাবে সে প্রকৃতির সাথে যুদ্ধ করে জিতে বড় হচ্ছে। এইজন্য তারা তার বার্থডে সেলিব্রেট করে! কেক বানায়, ফুর্তি করে, মোমবাতি ফুঁকে গান গায়।

Monday, November 2, 2015

স্মরণিকা – ২ | দিনব্যাপী আহবান


                                    بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ

     শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়অতি দয়ালু 



আহবান – ১   

ফজরের জামা'আত মিস করে তোমার যদি কান্না না পায়.....
তাহলে বুঝে নিবা তোমার অন্তর মরে গেছে



আহবান - ২

'থাক মসজিদে যাব না। বাসায় পড়ে ফেলি।'

ভাই, এভাবে যদি যুহরের জামা'আত মিস কর, তাহলে বুঝবা তোমার ঈমান কমে যাচ্ছে। ঈমান জিনিসটা ব্যাটারির মতন। যত আমল করবা তত চার্জ আপ হবে।


Sunday, November 1, 2015

স্মরণিকা - ১ | জবান



                                    بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ



     শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়অতি দয়ালু 



জবান: আল্লাহ রাব্বুল আলামিনের অজস্র নিয়ামতের মধ্যে একটি। আলহামদুলিল্লাহ। আল্লাহ এই নিয়ামত দিয়েছেন বলেই না কত সুন্দর করে আমরা কথা বলতে পারছি। মাঝে মাঝে আমরা এই সুন্দর নিয়ামতের কথা ভুলে বসি। আমাদের মুখ দিয়ে ভালোর পরিবর্তে কটু কথা, গালি-গালাজ বের হয়। অনেকসময় শিরকি কথাও বলে বসি। যে আল্লাহ অনুগ্রহ করে জবান দিলেন, সে আল্লাহকে ভুলে সেই জবান দিয়ে আমরা মুশরিকের মত কথা বলে বেড়াই। গীবতের মত জঘন্য কাজ করে বেড়াই। ভাইদের ব্যাপারে খারাপ ধারণা পোষণ করে একজনের কথা আরেকজনকে আড়ালে বলে দিই।