Tuesday, August 12, 2014

পর্যবেক্ষণ - ২ : টিভির অ্যাড




টিভির অ্যাড গুলো কি আমাদের মাথা খাচ্ছে? 


প্রারম্ভিকা: 

আসসালামু আলাইকুম আমি সাধারণত টিভি দেখি না বললেই চলে আলহামদুলিল্লাহ টিভি অ্যাড সংক্রান্ত আমার লেখাটি অনেকে শেয়ার করেছেন বলে অনেক ধন্যবাদ সেই সাথে অনেক বিভ্রান্তির সৃষ্টি হয়েছে বলে দুঃখিত অনেকেই ভুল ভেবে বসেছেন আমাকে হঠাৎ টিভির পর্দায় পরপর এসব দেখেই লেখা আর মানুষকে সচেতন করার জন্যই লেখা অন্য কোন অসৎ নিয়্যাহ ছিল না আপনি যদি সমাজের অসংগতি নিয়ে কিছু বলতে চান তাহলে আপনাকে তা গভীরভাবে খেয়াল করতে হবে বিশ্লেষণ করতে পারবেন না এটা ছাড়া মানুষকে বুঝাতেও পারবেন না আপনি আমরা যারা লেখালিখি করি, কোন লাইক/কমেন্ট কামাই করার জন্য লিখি না ইচ্ছা একটাই বদলে দেব, দুঃখ একটাই, এমন জেনারেশন চাইনি, চাইব না ভবিষ্যতে একমাত্র আল্লাহর জন্য, এসব লেখা না হলে আমার মহামূল্যবান সময় নষ্ট করে ফেসবুকে এসব লেখার কোন ফায়দা নাই আসলে চুপ থেকে সব দেখে গেলেই তো চলত! সমালোচনা সহ্য করা যায়, কিন্তু না জেনে না বুঝে সমালোচনা করাটা পছন্দনীয় না 




# ফেয়ার এন্ড লাভলির বদৌলতে এতদিন শুনতাম এটা আসলেই রং ফর্সা করে আর এদের মার্কেটের টার্গেট হল মেয়েরা একটু শ্যামলা মেয়েরা রং ফর্সার জন্য অহেতুক না বুঝে ব্যবহার শুরু করে দিল মার্কেটটাকে আরো চওড়া করতে এবার তারা নিয়ে এল ম্যানজ একটিভ ছেলেদের ক্রিম মানে ক্রিম ডলে ডলে ছেলেদের ফর্সা করবে আবার এর সাথে মাঝে মাঝে রেজারও ফ্রি দেয়া হয় মার্কেটিং পলিসি কত প্রকার কি কি, এসব আইডিয়া দেখলেই বুঝা যায় তার মানে কি দাড়াঁলো? এতদিন যে ছেলেটা ক্রিম ডলল মুখে, এটাতে হবে না মুখে 'চুল' ওঠা মাত্রই তাকে সাবাড় করতে হবে দাড়িঁ দিয়ে মুখভরা থাকলে তো সৌন্দর্য বুঝা যাবেনা সৌন্দর্য বুঝাতে হলে পুরা মুখ ক্ষুর দিয়ে পরিষ্কার করে ফকফকা করতে হবে! এজন্য ক্রিমের সাথে রেজার ফ্রি! আহা! 


ফলাফল: ইয়ং জেনারেশন, মেয়েরা সুন্দরী হবার প্রতিযোগিতায় নামল, আর ছেলেরা নামল কিভাবে মুখটাকে ফর্সা আর মসৃণ করা যায় মুখটা বন-জঙ্গলে ভরে থাকলে ক্লাসের সেই মেয়েটা তাকে লাইক করবে না তো! 



# মেরিল স্প্লাশ উনারা কখনোই তরুণ তরুণীদের ফর্সা করতে নামেননি মূলত বানান ট্যাল্কম পাউডার, সাবান, লোশন এসব মার্কেটে টিকতে এবার তারা নিয়ে এলেন নতুন আইডিয়া 'সুন্দর প্রকাশ পায় না রংয়ে' 'শ্যামলা কালো ফর্সা' সবই সুন্দর তাই ইউনিভার্সাল সল্যুশন নিয়ে এলেন তারা ফ্রেশ থাকতে হবে তুমি যতই কালা-ধলা হও না কেন? এবারের টার্গেট যথারীতি -- তরুণীরা 


ফলাফল: এবার ফ্রেশনেসের জন্য ব্রেইনওয়াশড তরুণীরা 

ভাই থামেন! আপনাদের মত করেই বলতে চাই ফ্রেশ চিন্তা করুন বাহ্যিক সৌন্দর্যে কি হবে যদি না আপনার অন্তর কলুষিত হয় ছেলেমেয়ে সবার ক্ষেত্রেই এটা প্রযোজ্য অনেক বোন হীণমন্যতায় ভোগেন 'আমি তো কালো/শ্যামলা' তারপরই শয়তানের বানানো ফর্মুলায় নিজেকে সপেঁ দেন বোন আমার, আপনার অন্তর পবিত্র করুন বাইরের সৌন্দর্যে কি কোন লাভ হবে আসলেই চিন্তা করুন তো! আপনি চিন্তা করছেন-- আপনার বিয়ে হবে না তাই এসব ইউজ করছেন আল্লাহ চান তো নিজেকে প্রস্তুত করেন যার সাথে আপনার দেখা হবে তার জন্য তিনি যদি আসলেই ঈমানদার হন, তিনি আপনার অন্তরের রূপই দেখবেন, আখলাক দেখবেন গায়ের রং না সঙ্গী নির্বাচনের শর্ত তো বলেই দিয়েছেন রাসুলুল্লাহ (সাঃ) হাদিসে দেখুন তো কি বলা হয়েছে সবার আগে সৎ চরিত্র, তারপর বংশমর্যাদা, তারপর সৌন্দর্য হতাশ হচ্ছেন কেন? চরিত্র, অন্তর পবিত্র করুন দুনিয়ার এসব বস্তু ব্যবহারে আপনার আখিরাতের শান্তির জন্য কোন ফায়দা হবে না সিরিয়াসলি! 


# সার্প ব্লেড উনারাও তরুণদের মুখ কিভাবে মসৃণ করা যায় তার পিছে লেগেছেন ব্যবসা করেছেন অ্যাডে যা দেখি তা মূলত এমন-- 


ভার্সিটির এক সুন্দরী ছাত্রী রাস্তা দিয়ে যাচ্ছেন ছেলেরা ফিরে ফিরে তার দিকে বারবার তাকাচ্ছেন যে ছেলেটার পাশে বসা একটা মেয়ে সেও ভুলে তাকাচ্ছে মেয়েটা মুখ তার দিকে ফিরিয়ে নেয়ার বৃথা চেষ্টা করছে এবার সুন্দরীর মুখে আলো এসে পড়ল সে বেচারা ঝলকানিতে তাকাতেই পারছেনা দূরে দেখা গেল হাস্যোজ্জ্বল এক যুবক স্বীয় গালে হাত বুলাতে বুলাতে হাসছেন আলোর ঝলকানিটা তার মুখ থেকেই ঠিকরে বের হচ্ছে 

অ্যাডটা এবার খেয়াল করুন প্রথমে কি দেখানো হল আর শেষে কি দেখানো হল প্রথমে নারী রূপ দেখিয়ে হেঁটে যাচ্ছে, পুরুষেরা মন্ত্রমুগ্ধ শেষে সেই নারী আরেক পুরুষের রূপে মন্ত্রমুগ্ধ গভীরভাবে যদি চিন্তা করেন তাহলে দেখবেন এখানে মেয়েটা একটা 'শো পিস' হিসেবেই ইউজ হল আর মূল ঘটনা হল ক্লিনসেইভড ছেলেটা অতঃপর এসব দেখে দেখে আমাদের তরুণসমাজ তা অনুকরণে ব্যস্ত 'আরে! মেয়েটা তো আমার দিকে তাকাইসেরে, সেইভ কইরা সফল আমি' - এমন তৃপ্তির ঢেঁকুর তোলায় ব্যস্ত 

ফলাফল: এবারও ব্রেইনওয়াশড তরুণেরা সাথে নারীদের 'শো পিস' হিসেবে ব্যবহার করে পুরুষের মনোরঞ্জনের চেষ্টা 


আজকাল টিভি-চ্যানেলের ৩টি জনপ্রিয় অ্যাড নিয়ে এতক্ষণ কথা বললাম ফলাফল বললাম সম্ভাব্য সমাধান কি হতে পারে তাও বললাম একটু চিন্তা করেন- আল্লাহর এই দুনিয়ায় ব্যবসা করার মত হাজারো ভাল চিন্তা আছে, ক্ষেত্র আছে আর এরা যে এসব উদ্ভট উদ্ভট আইডিয়া বের করে আমাদের ইয়ং জেনারেশনটাকে শেষ করে দিচ্ছে- বলুনতো এদের ব্যবসা কি হালাল নাকি হারাম? 

আল্লাহ আমাদের সবাইকেই চিন্তাভাবনা করার ক্ষমতা দিয়েছেন এখন আমরা যদি এটা কাজে না লাগিয়ে গাধার মত এসব আবর্জনার পিছে ছুটি, ক্ষতিটা কার হচ্ছে? আমাদেরই কিন্তু তাই কোথাও ঝাঁপিয়ে পড়ে নিজেকে সপেঁ দেবার আগে একটু চিন্তা করুন 

মাথায় যদি একটু ঘিলুও আল্লাহ দেন, তাহলে উপরের কাহিনীগুলো বুঝতে পারবেন ইন শা আল্লাহ 

আল্লাহ সুবহানাল্লাহু তা'আলা এসব দুইনম্বরী জিনিসে ব্রেইনকে কাজে না লাগিয়ে ভালো কাজের পিছনে কাজে লাগানোর তৌফিক দিন এবং নিজ নিজ ক্ষেত্রে প্রত্যেকের চেষ্টাসমূহকে কবুল করে নিন আমিন 

জাজাকআল্লাহ খাইরান 

২রা শাওয়াল, ১৪৩৫ হিজরী 

৩০ জুলাই, ২০১৪ খ্রিস্টাব্দ

No comments:

Post a Comment