Saturday, November 23, 2013

সুপারহিরোজ ও আমরা

সমস্যা হল আমরা কখনোই আমাদের নিজস্ব সুপারহিরোদের জীবনী পড়ি না। তাই যখন হতাশ হয়ে পড়ি তখন পাশ্চাত্যের সুপারহিরোদের জীবনী মুখুস্ত করি, তাদের বানী আউড়ে বলি- অমুক আমাদের শিখিয়েছেন কিভাবে ব্যর্থতাকে হারাতে হয়, তাদের ঘটনা আমাদের অনুপ্রাণিত করে তুলে। আর সেভাবেই আমরা নিজেদের জীবন পরিচালিত করি। হতাশার মাঝে আশার আলো তখন হয়ে উঠে সেসব ওয়েস্টার্ন সুপারহিরোজ।

আফসোস! কয়জন পড়ে আমাদের নিজস্ব সুপারহিরোদের জীবনী? কয়জন মানে? কয়জন তা উপজীব্য করে অনুপ্রাণিত হয়? কয়জন তাঁদের মত হবার স্বপ্ন দেখে? কয়জন তাঁদের মত করে জীবনকে গড়ে তুলে? উত্তর- দেখি না তো তেমন। 

ইচ্ছে হয় একবার তাদেরকে ধরে ধরে জাস্ট আর রাহিকুল মাখতুম পড়াবো। অন্যগুলো পরে। খুব ইচ্ছে হয়। জানি না পারব কিনা। কেননা তারা এখন সেই তথাকথিত সুপারহিরোদের স্বপ্নে বুঁদ হয়ে আছে। যদি পড়ত, তাইলে বুঝত সুপারহিরো কারা ....

আর রাহীকুল মাখতুম (বাংলা) | একটি অনবদ্য সীরাত-গ্রন্থ


আবদুল্লাহ ভাইয়ের ব্লগ 
থেকে বাকি অংশটুকু ভালো লাগলো বলে দিলাম।

অসাধারণ সুন্দর আর ঝরঝরে-পরিষ্কার সীরাতের আলোচনা শুনতে চাইলে কালামুল্লাহ থেকে ডাউনলোড করে নেয়া যায়। মাক্কী আর মাদানী জীবনকে নিয়ে বিস্তারিত আলোচনা আছে। মাক্কী জীবন দিয়ে শুরু করাই সুবিধাজনক বলে শুনেছিলাম অনেকের কাছে- লিঙ্ক


জাযাকাল্লাহ খাইরান। 

No comments:

Post a Comment