Friday, November 22, 2013

গরমের দিনে মসজিদ এবং আমরা

স্পেশালি খুব গরমের দিনের ক্ষেত্রে- 


আমরা সালাম ফিরানোর সাথে সাথেই এক একজন দে ছুট। একেকজন ঘামে ভিজে চুপচুপে, কোনোমতে মসজিদ থেকে বের হতে পারলেই বাঁচি এই অবস্থা। 



ব্যতিক্রম হল- মসজিদটা যদি এসি হয়। সাধারণত মসজিদের নিচতলায় এসি থাকে, উপরের ফ্লোরগুলোয় থাকে না। গরমের ঠ্যালায় আগে পালিয়ে বাঁচা মানুষগুলো তখন নিচতলায় ভিড় জমায়। সেটা সালাত হোক আর যাই হোক। এমনি এমনি বসে থেকে ইতিউতি করা। অন্যরা সালাত আদায়ে ব্যস
্ত সেদিকে কোন ভ্রূক্ষেপ নেই, ধুপধাপ করে হাঁটাচলা করা, ফ্রি ফ্রি এসির বাতাস, আরাম আর আরাম।


আমাদের মহল্লার বিশাল মসজিদে জুম্মাহসহ অন্য ওয়াক্তগুলোতে ঠিক এমনই সব ঘটনা হতে দেখেছি।


১ম পক্ষ সালাতের সাথে সাথে আল্লাহর ঘরের কথা ভুলে যায়, গরমটাই তাদের কাছে তখন মুখ্য মনে হয়।


ব্যতিক্রম পক্ষ আসলে সালাতের নিমিত্তে নয়, চান্সে কিছু ফ্রি ফ্রি ঠাণ্ডা হাওয়ায় গা জুড়ানোটাই মুখ্য মনে করে।


দুঃখের বিষয় হল- এটা ভুলে যাই যে, আল্লাহর ঘরে আমি কেন আসলাম? কি করছি? বাইরের তুলনায় এটা কি নিরাপদ নয়?


(বিক্ষিপ্ত চিন্তাভাবনা)

No comments:

Post a Comment