بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু
একটা ব্যাপার খেয়াল করলাম, এদেশের উচ্চশিক্ষিতরা নিজ নিজ অবস্থানে কেউই সন্তুষ্ট নয়। আমার অবজারবেশনের স্যাম্পল সাইজ অল্প কিন্তু কম বেশি সব প্রফেশনের সাথেই কথা হয়েছে। মানুষের স্বাভাবিক প্রকৃতি হল চাহিদা অসীম। আপনার চোখে আমি সফল হলেও আমার চোখে আমি মোটেও সফল না; এক্ষেত্রে দেখা যায় আরেকজনকে ফ্রেম অফ রেফারেন্স ধরে নিজের জীবনকে তুলনা করছি। ফলে দেখা যায়, নিজ অবস্থানে অনেক ভালো থাকার পরেও মানসিক শান্তিলাভ করতে পারেন না অনেকেই। হতাশ থাকেন।
'বন্ধু গাড়ি-বাড়ি করে ফেলেছে, বউ-বাচ্চা নিয়ে ঘুরছে আর আমি কিনা এখনো ক্যারিয়ার সেট দূরে থাক বিয়েই করতে পারলাম না' এভাবে না ভেবে যদি এমন ভাবি 'আমি আল্লাহর রহমতে ছোট খাট পজিশনে জব করতে পারলেও আমার অনেক বন্ধুই এখনো রাস্তায় রাস্তায় জুতোর তলা ক্ষয় করছে' তাহলে আমার মনে হয় হতাশা কমবে।আল্লাহই তো আমাদের শিখিয়েছেন আমার চেয়ে দুঃখী যে আছে তার দিকে তাকিয়ে এরপর বলতে 'আলহামদুলিল্লাহ, কতই না ভালো আছি' কখনোই উপরের দিকে তাকানো আসলে উচিত না, মাটির দিকে তাকিয়েই পথ চলা লাগে। আমাদের যদি সৃষ্টিকর্তার প্রতি আস্থা থেকে থাকে আর তিনি যা রিজিক দিয়েছেন অথবা তাঁর পরিকল্পনা মোতাবেক দিবেন সেটায় সন্তুষ্ট থাকি তাহলে আমার মনে হয় সবাইই নিজ নিজ অবস্থানে থেকে মানসিক প্রশান্তি অর্জন করব।
আরেকটা চরম সত্য কথা হল মানুষ সাফল্য দেখতে ভালবাসে। সফলদের দিকে আকৃষ্ট হয়। দুনিয়া ব্যর্থদের কথা কমই মনে রাখে। তবে আজকে যিনি যে কারণে সফল তার এই সাফল্যের পিছনেও অনেক ব্যর্থতার কাহিনী লুকিয়ে আছে। আমরা সেসব অনেক কিছুই তোয়াক্কা না করেই চকচকে জিনিসটার পিছে পড়ে থাকি। জীবনে শিখতে হলে আসলে ব্যর্থতার গল্পই শোনা উচিত বেশি বেশি। তাহলেই না জানা যাবে চেনা যাবে জীবনটাকে।
আল্লাহ সুবহানু ওয়া তা'আলা আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন। আমিন।
No comments:
Post a Comment