Saturday, June 1, 2013

জার্নি ফ্রম ফেসবুক টু উম্মাহল্যান্ড | সেলফ কনফেশন




দেখতে দেখতে চারটি বছর কেটে গেছে। মনে আছে প্রথমদিনের কথা। ৮ ফেব্রুয়ারি, ২০১০।
সবাই ফেসবুক নাই দেখে অবাক হইত। 'আরে! কি বলিস দোস্ত তোর ফেসবুক নাই!' কয়েকজন খ্যাঁতও বলেছিল। ক্লাসের এক অফিসার বড় ভাই হঠাৎ একদিন ক্লাসে বললেন- 'আমাদের ব্যাচের গ্রুপ খোলা হয়েছে, এখানেই এখন থেকে লেখাপড়ার সরাঞ্জমাদি দেওয়া হবে।' এ কথা শুনার পর আগ্রহী হলাম ইন্টারনেট সম্পর্কে পুরোই অজ্ঞ এই আমি। বন্ধু Jash কে ধরলাম, 'দোস্ত একটা ফেসবুক বানায় দে।' হায়! ফেসবুক খুলতে মেইল লাগে, সেটাও ছিল না। বন্ধু সব জায়গায় খুলে দিল। প্রথম প্রথম কিছুই বুঝতাম না। বন্ধুতালিকায় ছিল জশ, RosiPias আর Faisal। চ্যাট বলে যে কিছু একটা আছে তা অনেকদিন পরে জেনেছি। ভার্সিটির লাইব্রেরীতে নেট ইউজ করতাম ব্রেক টাইমে। নটরডেমে পড়াকালীন স্বপ্ন দেখতাম একদিন MITতে পড়ব। কাজ না থাকলে সেই ওয়েবসাইটে গিয়ে বসে থাকতাম। এই নিয়ে রসি এখনো আমায় জ্বালায়। কি ছিলাম! আর কি হলাম! এক ওয়েবসাইট ঘেঁটে বেড়ান মানুষ আজ ওয়েবসাইট নিয়ে ছোট্ট একটা চাকুরি করে।

 মেঘে মেঘে বেলা গড়াল। সোশ্যাল নেটওয়ার্কিংএর মাধ্যমে বহুত কিছু জানলাম। সাথে বন্ধুবর নেটওয়ার্কিং গুরু রসিরও অবদান আছে। কত সেমিনার, ইন্টারন্যাশনাল কনফারেন্সে অংশগ্রহন করলাম। অনলাইন লার্নিংএ জড়িয়ে ফেললাম নিজেকে। Google, Stanford, UMich, MITx, edX বলে শেষ করা যাবেনা- কোর্স করা আছে ১০-১৫ টা আর সাথে High Accomplishment সার্টিফিকেট। IOU এখনও চলছে। দুধের স্বাদ ঘোলে মিটাইলাম। ফেসবুক আমাকে অনেক কিছুই দিয়েছে, অনেক পুরনো বন্ধু ফিরে পেয়েছি। অনেক নতুন ভালো বন্ধু হয়েছে। সাথে সাথে কত বন্ধু হারিয়েছি, দূরত্ব বেড়েছে। সময় নষ্ট হয়েছে। ফেসবুকের সাথে পাল্লা দিয়ে হেন কোন জায়গা নাই বাদ দিই নাই। টুইটার, গুগল+, মাইস্পেস, হাইফাইভ, লিঙ্কডইন চলেছে সাথে সাথে। একসময় ভাবতাম বন্ধুতালিকা বাড়াবো। তাই আগের হ্যাক হওয়া আইডিতে ছিল প্রায় ২০০০ দেশবিদেশের মানুষ। বেশিরভাগ নানা কোর্স করতে গিয়ে পরিচয়। নতুন আইডি খুলেছি গত জুলাইয়ে। এখানেও ১০০০+, আসলে একঘেয়েমি ধরে গেছে। এখন আর ফেসবুকের সেই ২০১০-১১ এর সুস্থ পরিবেশ নাই। আছে রাজনীতির কচকচানি, ১৮+ পেইজের আধিক্য, বেড়েছে বাতুলশ্রেণীর অসুস্থ মানুষজন যারা সারাদিন একে অপরকে খোঁচা মেরে বেড়ায়। কিছু পোস্ট, নোট পড়ে আশা ফিরে পাই- নাহ এখনো আশা আছে আমাদের! বলতে গেলে আমার মনমানসিকতার মানুষ পাই না খুঁজে তেমন। হোমপেইজ থেকে ফিড কাটতে কাটতে অস্থির! লিস্ট করলাম সমমনাদের। ওখানেই চষে বেড়াই আজকাল।

নতুন একটা প্লাটফর্ম খুব খুজছিলাম ফেসবুকের ফিতনাহ ফ্যাসাদ থেকে বাঁচতে। আলহামদুলিল্লাহ্‌। পেয়েও গেলাম (http://www.ummaland.com/) খুলে ফেললাম অস্থায়ী আইডি সেখানেও। সেখানে সারাবিশ্বের মুসলিম ভাইবোনদের একজায়গায় পেয়ে খুব ভালো লাগলো। ভাবছি কিছুসময়ের জন্য বিরতি নেওয়া যাক। অনেকেই খুশি হবেন শুনে কারন তারা আমার পোস্ট পড়ে আর নোটিফিকেশনের জ্বালায় অস্থির  যাক আপনাদের বাঁচালাম। তাই এখন থেকে এখানে রেগুলার হব না। স্থায়ী হতে যাচ্ছি উম্মাহতে। কেউ যদি বেশি প্রয়োজন বোধ করেন আমাকে ইমেইল করতে পারেন (adib10mist@gmail.com) এ। সাথে সাথে এই উম্মাহল্যান্ড আমার কাছে খুবই ভালো লাগছে। ফেসবুকের আদলে অপশনগুলো তাই চেনাজানা। এখানে রয়েছে অনলাইন কুরআন, অনলাইন হাদিস। সব নিজের মত করে পাচ্ছি। অবশ্য ফেসবুকের ভাইয়া-আপুদের নোটগুলো খুব মিস করব। একেবারে যেহেতু ছেড়ে যাচ্ছি না তাই সময় পেলে পড়ে নেব। আর আমিও পারলে সময়উপযোগী উপকারী পোস্ট দিব ইনশাআল্লাহ্‌।  

 মেঘে মেঘে বেলা গড়াল। সোশ্যাল নেটওয়ার্কিংএর মাধ্যমে বহুত কিছু জানলাম। সাথে বন্ধুবর নেটওয়ার্কিং গুরু রসিরও অবদান আছে। কত সেমিনার, ইন্টারন্যাশনাল কনফারেন্সে অংশগ্রহন করলাম। অনলাইন লার্নিংএ জড়িয়ে ফেললাম নিজেকে। Google, Stanford, UMich, MITx, edX বলে শেষ করা যাবেনা- কোর্স করা আছে ১০-১৫ টা আর সাথে High Accomplishment সার্টিফিকেট। IOU এখনও চলছে। দুধের স্বাদ ঘোলে মিটাইলাম। ফেসবুক আমাকে অনেক কিছুই দিয়েছে, অনেক পুরনো বন্ধু ফিরে পেয়েছি। অনেক নতুন ভালো বন্ধু হয়েছে। সাথে সাথে কত বন্ধু হারিয়েছি, দূরত্ব বেড়েছে। সময় নষ্ট হয়েছে। ফেসবুকের সাথে পাল্লা দিয়ে হেন কোন জায়গা নাই বাদ দিই নাই। টুইটার, গুগল+, মাইস্পেস, হাইফাইভ, লিঙ্কডইন চলেছে সাথে সাথে। একসময় ভাবতাম বন্ধুতালিকা বাড়াবো। তাই আগের হ্যাক হওয়া আইডিতে ছিল প্রায় ২০০০ দেশবিদেশের মানুষ। বেশিরভাগ নানা কোর্স করতে গিয়ে পরিচয়। নতুন আইডি খুলেছি গত জুলাইয়ে। এখানেও ১০০০+, আসলে একঘেয়েমি ধরে গেছে। এখন আর ফেসবুকের সেই ২০১০-১১ এর সুস্থ পরিবেশ নাই। আছে রাজনীতির কচকচানি, ১৮+ পেইজের আধিক্য, বেড়েছে বাতুলশ্রেণীর অসুস্থ মানুষজন যারা সারাদিন একে অপরকে খোঁচা মেরে বেড়ায়। কিছু পোস্ট, নোট পড়ে আশা ফিরে পাই- নাহ এখনো আশা আছে আমাদের! বলতে গেলে আমার মনমানসিকতার মানুষ পাই না খুঁজে তেমন। হোমপেইজ থেকে ফিড কাটতে কাটতে অস্থির! লিস্ট করলাম সমমনাদের। ওখানেই চষে বেড়াই আজকাল।

নতুন একটা প্লাটফর্ম খুব খুজছিলাম ফেসবুকের ফিতনাহ ফ্যাসাদ থেকে বাঁচতে। আলহামদুলিল্লাহ্‌। পেয়েও গেলাম (http://www.ummaland.com/) খুলে ফেললাম অস্থায়ী আইডি সেখানেও। সেখানে সারাবিশ্বের মুসলিম ভাইবোনদের একজায়গায় পেয়ে খুব ভালো লাগলো। ভাবছি কিছুসময়ের জন্য বিরতি নেওয়া যাক। অনেকেই খুশি হবেন শুনে কারন তারা আমার পোস্ট পড়ে আর নোটিফিকেশনের জ্বালায় অস্থির  যাক আপনাদের বাঁচালাম। তাই এখন থেকে এখানে রেগুলার হব না। স্থায়ী হতে যাচ্ছি উম্মাহতে। কেউ যদি বেশি প্রয়োজন বোধ করেন আমাকে ইমেইল করতে পারেন (adib10mist@gmail.com) এ। সাথে সাথে এই উম্মাহল্যান্ড আমার কাছে খুবই ভালো লাগছে। ফেসবুকের আদলে অপশনগুলো তাই চেনাজানা। এখানে রয়েছে অনলাইন কুরআন, অনলাইন হাদিস। সব নিজের মত করে পাচ্ছি। অবশ্য ফেসবুকের ভাইয়া-আপুদের নোটগুলো খুব মিস করব। একেবারে যেহেতু ছেড়ে যাচ্ছি না তাই সময় পেলে পড়ে নেব। আর আমিও পারলে সময়উপযোগী উপকারী পোস্ট দিব ইনশাআল্লাহ্‌।  



উম্মাহল্যান্ডে মুসলিম ভাইবোনদের স্বাগতম। আমার এজন্য ভালো লেগেছে, গোটা দুনিয়ার অনেক মুসলিমদের পেলাম। আল্লাহ এই উদ্যোগকে কবুল করুন।
সেখানে আমাকে খুঁজে পাবেন - ( http://www.ummaland.com/profile-20584 )

বন্ধুগণ, সবাই ভালো থাকুন। আল্লাহ্‌ বাঁচিয়ে রাখলে ইনশাআল্লাহ আবার দেখা হবে। আল্লাহ্‌ আমাদের সবাইকে সৎ ও সঠিক পথের দিক নির্দেশনা দান করুন। আমিন। 

No comments:

Post a Comment