Thursday, May 23, 2013

দুনিয়ার সৌন্দর্য পিপাসু বন্ধু এবং ফেসবুকে মানুষের কাণ্ডজ্ঞানহীনতা


                                             بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ

                           শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু।

আসি আসি বলে বন্ধু ফাঁকি দিয়েছে :( আসরের ওয়াক্তে ধরলাম। বলল, দোস্ত আসতেছি-তুই যা। মাগরিবে- কই যাস?! মাগরিবের টাইম এখন মানুষ বাইরে যায়?! বলল- দোস্ত প্রমিজ। এশা পড়ব একসাথে, আর্জেন্ট কাজ আছে বাইরে, যাই রে!! এশাও হল না :(  খাবার সময় ধরলাম- বন্ধু কালকে থেকে পড়ব, ডাক দিস যাওয়ার সময়।

“দুনিয়ার চরিত্র হচ্ছে, যারা এটার পিছনে ছোটে এটা তাদের কাছ থেকে পালিয়ে বেড়ায়, আর যারা এটা থেকে পালিয়ে বেড়ায় তাদের পিছনে এটা ছোটে।” [তাফসির ইবনে কাসীর, ৪/৯৭]
কালকে যে কি হবে আল্লাহ্‌ই জানেন?!  




আরেকটা কথা। ফেসবুক প্রোফাইল। ছবি, কভার পেইজ দেখে ইউজার বিচার করা যায় না। আর কুর'আনের আয়াত ফেসবুকের ওয়ালে দেখলেই ভাববেন না যে সে জামাত/শিবির/হেফাজতের সাথে জড়িত!! প্লিজ পুরো ইসলামকে এদের দ্বারা, এদের কাজকর্ম দ্বারা বিচার করবেন না। ইসলাম ও তারা এক জিনিস নয়। আই রিপিট ইসলাম ও তারা এক জিনিস নয়। আজকে কিছু কথা শুনতে হল এই ব্যাপারে তাই তার আলোকে লিখলাম। সবাইকে এ ব্যাপারে জ্ঞান অন্বেষণের অনুরোধ করছি। না জেনে কিছু বলে ফেলা কিন্তু খুব মারাত্মক সেই সাথে ধ্বংসাত্মক একটা ব্যাপার।

“হৃদয় থাকা সকল মানুষের বোধ থাকে না, কান থাকা সকল মানুষই শুনতে পায় না, চোখ থাকা সকল মানুষই দেখতে পায় না।”- হযরত আলী (রা) (স্মর্তব্য)

ফেসবুক লিংক
 

আল্লাহ আমাদের সঠিক পথে চলার, কুরআন বুঝার এবং সেই অনুযায়ী জীবনে চলার তৌফিক দান করুন। আমিন। 

No comments:

Post a Comment