বিসমিল্লাহির রাহমানির রাহিম
অনেকদিন ধরে ব্লগে লেখা হয়না। আশা আছে এই বছর হতে আবার নিয়মিত লিখা লেখা
শুরু করব। ইন শা আল্লাহ। আজ জীবন হতে নেয়া কিছু উপলব্ধি পাঠকদের সামনে তুলে ধরলাম।
১) আল্লাহ একেকজনকে একেক
অবস্থায় রেখে পরীক্ষা নেন। চারপাশ থেকে কষ্ট পেয়ে আপনি যখন ভাবছেন কষ্টে আছেন তখন
আপনার থেকেও দেখবেন অনেকে কষ্টে আছে। এটা ভেবেও শুকরিয়া করা দরকার যে আল্লাহ
আপনাকে অনেক ভালো রেখেছে।
২) আমরা মাঝেমাঝে ধৈর্যহারা হয়ে যাই। আমরা বুঝতে চেষ্টা করি না আমাদের কাছের
মানুষটা কেমন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। আমরা হুটহাট তাদের বিচার করে বসি।
কষ্ট দিই।
৩) একজন ভাই বলল, তার
সাথের বন্ধুরা যারা অধিকাংশই অতীতে পাপে লিপ্ত ছিল আজ তাঁরা প্রতিষ্ঠিত। কিন্তু
তিনি ভালো হয়েও কষ্টে আছেন। এ
কেমন বিচার! আমি বলি, খেলা এখনো শেষ হয়ে যায়নি। ধৈর্যধারণ করুন,
কে কী বলল আমলে নিবেন না; একদিন,
একদিন আপনি ভালো করবেনই।