Friday, December 16, 2016

এক অপরিচিত সেলিব্রিটি - ২


 بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ

              শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু 

মুসলিমরা যখন মিশরের আলেক্সান্দ্রিয়া জয় করতে যায় তখন সেখানে গিয়ে দেখে মিশরের সেনাবাহিনী সংখ্যায় মুসলিমদের চেয়ে অনেক বেশী। মুসলিমরা ছিলেন মাত্র ৪০০০। তাই আমর বিন আস (রা) খলিফা ঊমার (রা) কে চিঠি দিয়ে আরও সৈন্য চেয়ে পাঠালেন। ঊমার (রা) ৪০০০ সৈন্য ঠিক করলেন এবং এই ৪০০০ এর সাথে আরও ৪ জনকে যুক্ত করে মোট ৪০০৪ জনকে পাঠালেন। তিনি আমর বিন আস(রা) কে চিঠি লিখে বললেন, "আমি ৪০০০ সৈন্য পাঠালাম আর সাথে দিলাম ৪ জন। এই ৪ জনের প্রত্যেকে ১০০০ জনের সমান। অর্থাৎ আমি মোট ৮০০০ সৈন্য পাঠালাম। তোমার সাথে আছে ৪০০০; ১২০০০ মুসলিম সেনাবাহিনীকে পরাজিত করার ক্ষমতা অবিশ্বাসীদের নেই।" এই ৪ জন হলেন- যুবায়ের বিন আওয়াম, মিকদাদ বিন আসওয়াদ, উবাদাহ বিন সামিত এবং মাসলামাহ বিন মাখলাদ (রাদিয়াল্লাহু আনহুম)

Friday, November 4, 2016

ইলম -৭


               بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ

              শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু 


১০ টি ব্যাপারে তোমাদের অন্তর মরে গেছে .............  

একদিন ইব্রাহিম ইবনে আদহাম (রহিমাহুল্লাহ) বসরা শহরের একটি বাজারের পাশ দিয়ে যাচ্ছিলেন। লোকজন তার পাশে সমবেত হয়ে জিজ্ঞাস করল: হে আবু ইসহাক ! আল্লাহ সুবহানাহু তা’আলা কুরআনে বলেন: “আমাকে ডাক, আমি তোমাদের ডাকে সাড়া দিব।” কিন্তু আমরা অনেক দিন ধরে দোয়া করছি অথচ আল্লাহ আমাদের দোয়ার সাড়া দিচ্ছেন না।

ইব্রাহিম বিন আদহাম বললেন, “ওহে বসরার অধিবাসী, দশটি ব্যাপারে তোমাদের অন্তর মরে গেছে:
১) তোমরা আল্লাহর সম্পর্কে জানো কিন্তু তার প্রতি তোমাদের কর্তব্যগুলো পালন করো না।
২) তোমরা কুরআন পড়ো ঠিকই কিন্তু সে অনুযায়ী আমল কর না।

৩) তোমরা দাবী কর যে রাসূলুল্লাহকে (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) ভালবাসো কিন্তু তার সুন্নাতকে অবহেলা করো।

Friday, June 24, 2016

ইলম - ৬


               بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ

              শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু 


হযরত আবু উসমান রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন,  

আমি একবার হযরত ফারসি রাদিয়াল্লাহু আনহার সাথে একটি গাছের নিচে দাঁড়িয়ে ছিলাম। হযরত ফারসি রাদিয়াল্লাহু আনহু গাছের একটি শুকনো ডালকে ধরে সেটিকে নাড়াতে লাগলেন এমনকি সে ডালের সবগুলো পাতা ঝরে পড়ল। তিনি আমাকে লক্ষ্য করে বললেন, হে আবু উসমান, তুমি আমাকে কেন জিজ্ঞেস করছ না আমি এই কাজটি কেন করছি? তখন আমি জিজ্ঞেস করলাম, আপনি এটা কেন করলেন? তিনি তখন জবাব দিলেন, 



আমি একদিন রাসুল সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লামের সাথে একটি গাছের নিচে অবস্থান করছিলাম। রাসুল সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম গাছের শুকনো একটি ডাল ধরে এভাবে নাড়াতে থাকলেন। আমি অপলক দৃষ্টিতে তাকিয়ে রইলাম। আস্তে আস্তে সে ডালের সবগুলো পাতা ঝরে পড়ল। রাসুল সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম আমাকে লক্ষ্য করে বললেন, 

Friday, May 20, 2016

উপলব্ধি - ১১ | বন্ধু নির্বাচন


 بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ

              শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়অতি দয়ালু 

 
রাসুল সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লাম বলেন,

প্রত্যেক মানুষ তার বন্ধুর আদর্শ গ্রহন করে থাকে। সুতরাং তোমাদের প্রত্যেকেই যাতে লক্ষ্য রাখে সে কাকে বন্ধু হিসেবে গ্রহন করছে।

আমরা যদি আমাদের সমাজের দিকে লক্ষ্য করি তাহলে এই হাদিসের বাস্তবতা সম্পর্কে উপলব্ধি করা আমাদের আর সহজ হবে। আমাদের সমাজে অনেক ভদ্র ছেলেকে মাদকাসক্ত হয়ে যেতে দেখি। এর কারণ কি? এর কারণ হচ্ছে, অসৎ সঙ্গ। মনে রাখবেন আপনার ফ্রেন্ড সার্কেলে যদি একজন মাদকাসক্ত থাকে তাহলে আপনার পুরো ফ্রেন্ড সার্কেলকে সে মাদকাসক্ত বানিয়ে ছাড়বে।



আজকের সমাজে অধিকাংশ তরুন অসৎসঙ্গের কারনে নষ্ট হচ্ছে। খারাপ বন্ধুদের প্ররোচনায় পড়ে গুনাহয় নিমজ্জিত হচ্ছে। একজন ভালো বন্ধু আপনার জীবনকে আলোকিত করে দিতে পারে এবং আরেকজন খারাপ বন্ধু আপনার জীবনকে অন্ধকারাচ্ছন্ন করে দিতে পারে।  কারণ, ভালো বন্ধু আপনাকে ভালো কাজের উপদেশ দিবে; আপনাকে আল্লাহর দিকে আহবান জানাবে; আপনাকে হারাম কাজ থেকে বিরত থাকতে বলবে। ভালো মানুষকে বন্ধু হিসেবে গ্রহন করলে আপনার চরিত্র উন্নত হবে। আপনার ঈমান মজবুত হবে। একজন ভালো বন্ধু আপনার জীবন ইসলামের আলোয় আলোকিত করে দিবে। আর খারাপ বন্ধু আপনাকে গুনাহর দিকে ধাবিত করবে। মাদক, নাচ-গান, অশ্লীলতা ও যিনা ব্যাভিচারের মত নিকৃষ্ট কাজের প্রতি আপনাকে উদ্বুদ্ধ করবে।


Saturday, April 23, 2016

পর্যবেক্ষণ - ৮ | পর্ণ আসক্তি ও আমাদের যুবসমাজ

 بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ

              শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়অতি দয়ালু 


প্রথমেই বলে নিই এটা একটি কাল্পনিক গল্প। কিন্তু এসব বাস্তবেও ঘটছে প্রতিনিয়ত। আশা করি

নতুন কিছু শিখব আমরা 


ধরুন, আজ আপনার বাসা পুরোই ফাঁকা। কি করবেন ভেবে পাচ্ছেন না! নাহ, আপনার কোন

বান্ধবীও নেই। আর লোকে কি বলবে এটা ভেবে বন্ধু-বান্ধবদের ফাঁকা বাসায় আনতে চাইছেন না।

ভার্সিটির এক ফ্রেন্ড; সে ক্লাসেই লেকচার ফাঁকি দিয়ে মোবাইলে ১৮+ জিনিসপত্র দেখে। ছেলে-

মেয়ে অনেকেই এটাকে নরমালভাবে দেখে। আপনিও আজকাল উৎসাহী হয়ে উঠেছেন। সে বন্ধুটি

আপনার সাথে সাময়িক উত্তেজনার মাধ্যমের কথা শেয়ার করেছে; সাথে সাথে বলেছে এটাতে

কোন রিস্ক নাই। আপনার কৌতূহল দমাতে ১৬ জিবি পেনড্রাইভে সে হাই রেজ্যুলেশানের ভিডিও

আপলোড করে দিল। 


আপনি বাসায় এলেন। আগেই বলেছি, আজ পুরো বাসা ফাঁকা। ভেবে পাচ্ছেন না কি করবেন।

ঠিক তখনই মনে এল পেনড্রাইভের কথা। ল্যাপটপে বসে দেখা শুরু করলেন সেইসব জিনিসপত্র।

একসময় প্রবল উত্তেজনার বশবর্তী হয়ে ..........