Saturday, July 20, 2013

Qur'an Recitation in SoundCloud

My first sound in SoundCloud :D

Listen this wonderful recitation. I'll assure you that it'll touch your heart In Sha Allah :) 







[Details in description]

Wednesday, July 17, 2013

মুসলিম বিজ্ঞানীদের সংক্ষিপ্ত জীবনী-১ | ইবনুন নাফিস

পূর্বকথা:

মুসলমানদের আলসেমি, বিলাসিতা আর জ্ঞান-বিজ্ঞানের প্রতি অবহেলার কারনে আজ বিশ্ববিখ্যাত বৈজ্ঞানিক ও মনিষীদের নাম বিকৃতরুপে আমাদের হাতে এসে পৌঁছেছে। যেসব মুসলিম বিজ্ঞানী বিজ্ঞানের অনেক মৌলিক সূত্র আবিস্কার করেছিলেন, যাঁদের আবিস্কারের ফলে বর্তমান বিজ্ঞান হয়েছে পরিপূর্ণ তাঁদের আমরা ভুলতে বসেছি। পাঠ্যবইয়ের কল্যাণে খুব কম মুসলিম বিজ্ঞানীর নাম জানি আমরা। আজ আমরা পরিচিত হব- ইবনুন নাফিস এর সাথে। অনেকেই শুনেছি, আবার অনেকেই শুনিনি, জানি না তাঁর অবদানের ব্যাপারে। কি করেছিলেন এই মুসলিম বিজ্ঞানী, চলুন ইতিহাসের পাতা হতে একটু দেখে নেয়া যাক।


ইবনুন নাফিস   

একাধিক সোর্সমতে তাঁর নাম পেয়েছি ইবনুন নাফিস। আবার উইকিপিডিয়া বলছে তাঁর নাম ইবনে আল-নাফিস। যেহেতু তিনি আরব ছিলেন সেই অনুযায়ী, এই বিজ্ঞানীর একটা বিশাল টাইপের নাম আছে। "আলা-আল-দিন আবু আল-হাসান আলী ইবনে আবি-হাজম আল-কারশি আল-দিমাস্কি"। 

১২০৮ (মতান্তরে ১২১৩) খ্রিস্টাব্দে ইবনুন নাফিস সিরিয়ার দামেস্ক শহরে জন্মগ্রহণ করেন। তাঁর জন্মস্থান নিয়েও রয়েছে মতপার্থক্য, তাঁর জন্মস্থান সিরিয়া না মিশরে এ নিয়ে মতভেদ রয়েছে।  


                                                   


মানবদেহে বায়ু ও রক্ত সঞ্চালনের ব্যবস্থা আবিস্কারের জন্য বিখ্যাত ছিলেন ইবনুন নাফিস। ইবনুন নাফিস মানবদেহে রক্তসঞ্চালন পদ্ধতি, ফুসফুসের সথিক গঠন পদ্ধতি, শ্বাসনালী, হৃদপিন্ড, শরীরে শিরা উপশিরায় বায়ু ও রক্তের প্রবাহ ইত্যাদি সম্পর্কে বিশ্বের জ্ঞানভান্ডারকে অবহিত করেন। 
শ্বাসনালির অভ্যন্তরীণ অবস্থা কি? মানবদেহে বায়ু ও রক্তপ্রবাহের মধ্যে ক্রিয়া-প্রক্রিয়ার ব্যাপারটা কি? ফুসফুসের নির্মাণ কৌশল কে সভ্যজগতকে সর্বপ্রথম অবগত করিয়েছিলেন? রক্ত চলাচল সম্বন্ধে তৎকালীন প্রচলিত গ্যালেনের মতবাদকে ভুল প্রমাণিত করে চিকিৎসাবিজ্ঞানে ১৩০০ শতাব্দীতে বিপ্লবের সূচনা করেছিলেন কে? এসব জিজ্ঞাসার জবাবে যে মুসলিম মনীষীর নাম উচ্চারিত হবে তিনি হচ্ছেন ইবনুন নাফিস। 

তিনি পরিষ্কারভাবে বলেছেন যে-

শিরার রক্ত এর দৃশ্য বা অদৃশ্য ছিদ্র দিয়ে ডান দিক থেকে বাম দিকের হৃৎকোষ্টে চলাচল করে না বরং শিরার রক্ত সব সময়ই ধমনী শিরার ভেতর দিয়ে ফুসফুসে গিয়ে পৌঁছায়; সেখানে বাতাসের সঙ্গে মিশ্রিত হয়ে শিরার ধমনীর মধ্য দিয়ে বাম দিকের হৃৎকোষ্টে যায় এবং সেখানে এ জীবন তেজ গঠন করে।

তিনি প্রমাণ করেন যে হৃৎপিন্ডে মাত্র দুটি প্রকোষ্ট রয়েছে।
আল-শামিল ফি আল-তিব্ব নামের ৩০০ খণ্ডের এক বিশাল বই লিখেছিলেন তিনি। এই বইয়ের পাণ্ডুলিপি বর্তমানে দামেস্কে সংরক্ষিত আছে। তাঁর অন্যান্য বিখ্যাত বইগুলো হল- মুয়াজ আক-কানুন, আল-মুখতার ফি আল-আঘধিয়া।

১২৩৬ সালে নাফিস মিশর গমন করেন। সেখানে আল-নাসরি নামক হাসপাতালে তিনি চিকিৎসা করতেন। পরবর্তীতে আল-মুনসুরী হাসপাতালে তিনি প্রধান চিকিৎসক এবং সুলতানের ব্যক্তিগত চিকিৎসক হিসেবে নিয়োগ পান। 

মুসলিম এই মহামনিষী ১২৮৮খ্রিস্টাব্দের ১৮ডিসেম্বর ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজেউন। তিনি তাঁর বাড়ি, লাইব্রেরী, হাসপাতাল সব আল- মনসুরী হাসপাতালকে দান করে যান।   

বর্তমান চিকিৎসাবিজ্ঞান অনুযায়ী ইবনুন নাফিসের মতবাদট সম্পূর্ণ বিজ্ঞানসম্মত বলে গৃহীত হলেও তাঁকে পাশ্চাত্য চিকিৎসা বিজ্ঞানীরা বিজ্ঞান জগতে স্বীকৃতি দেয়নি। তাঁর এই যুগান্তকরী আবিস্কার ৭০০ বছরের জন্য হারিয়ে গিয়েছিল। মানুষ ভুলে গিয়েছিল তাঁর এই অবদানের কথা। অবশেষে ১৯২৪ সালে হঠাৎ করেই বার্লিনের একটি লাইব্রেরীতে তাঁর লেখা একটি পাণ্ডুলিপি (সিয়ারাহ তাসরিহ আল-কুনুন) পাওয়া যায় এবং বিশ্ববাসী আবিষ্কারটি জানতে পারে। 


রেফারেন্সঃ

১) উইকিপিডিয়া               

৩) ইন্টারনেট 


ছবি- উইকিপিডিয়া 

Monday, July 8, 2013

The Battles of Ramadan: The Battle of Hattin



ইসলামের বড় বিজয়গুলো সব রামাদানে। বদর, ক্রুসেডারদের পতন কিংবা স্পেন। সবই। ইশ! এই রামাদানে ইনশাআল্লাহ সিরিয়ার ভাইদের বিজয়টা যদি দেখে যেতে পারতাম। সত্যিকারের বিজয়। একত্ববাদের বিজয়। 

Seven Golden Etiquettes for Seekers of Knowledge


It was related by Anas bin Malik that the Prophet (peace and blessings of Allāh be upon him) said:

“Seeking knowledge is obligatory upon every Muslim.” [Sunan Ibn Mâjah]

However, as with all things in our Deen, there are proper ways of going about doing things.We have a certain way of taking wudhu, making salaah, tasbeeh, zikr, fasting and hajj.
Here I'm trying to give you 7 etiquettes for knowledge seekers In Sha Allah: 

1. Have a sincere intention

An example is: I am studying to help the ummah with this beneficial knowledge, to enlightenmy intellectual growth and that of others with this beneficial knowledge, drawing closer to Allah (glorified and exalted be He) as a result.It is very important that we have good intentions because it is narrated that Umar bin al-Khattab, (may Allāh be pleased with him), said: I heard the Messenger of Allah (peace and blessings of Allāh be upon him), say:
“Actions are (judged) by motives/ intention (niyyah), so each man will have what he intended. Thus, he whose migration (hijrah) was to Allah and His Messenger, his migration is to Allah and His Messenger; but he whose migration was for some worldly thing he might gain, or for a wife he might marry, his migration is to that for which he migrated.” [Al-Bukhari]


                              



2. Study with ihsaan (excellence) 

Grand intentions require grand efforts. We must strive to study to the best of our ability andaim for excellence, not perfection. Research shows that perfectionism triggers anxiety and leadsto procrastination. Alhamdulillah, Allah(glorified and exalted be He) prescribed excellence and not perfection in all our works. Prophet Muhammad (peace and blessings of Allāh be upon him) said: 
“Verily, Allah has prescribed Ihsan towards everything. Therefore, when you kill, kill in the best manner. When you slaughter, slaughter in the best manner. Let one of you sharpen his knife and give ease to his animal.” [Muslim] 

3. Exhibit tawakkul (reliance upon Allah)

While doing our best, we must rely upon Allah (glorified and exalted be He) for the results. We must trust that He will make things easy for us and will grant us success.This is an essential etiquette for seeking knowledge and in every endeavor we undertake becausewe acknowledge that any success that comes our way is through Allah (glorified and exalted be He) alone and is not a result of our efforts. Allah (glorified and exalted be He) has said: 
“I am as my slave expects Me to be.” (Agreed upon). Imam an-Nawawi (may Allah (glorified and exalted be He) be pleased with him) commented on this, saying: “The scholars say that expecting the best of Allahis to expect that He will have Mercy on him and relieve him of hardship.”

4. Eliminate bad habits or manners  
and stay away from sins and the routes that lead to them. Imam Shaafi’i complained to his teacher, Waqi,about his weak memory and his teacher advised him to stop committing sins,adding that knowledge is the light of Allah (glorified and exalted be He) and Allah (glorified and exalted be He) does not grant His light to sinners. Thus, we must identify our bad habits or sins and work hard to eliminate them from our lives, while seeking Allah’s (glorified and exalted be He) help.

5. Thank Allah (glorified and exalted be He)
 especially when you have learned something well or have completed your study. Allah (glorified and exalted be He) says that if we are thankful to Him, He will grant us more out of His bounty:
“And (remember) when your Lord proclaimed: “If you give thanks (by accepting Faith and worshiping none but Allah), I will give you more (of My Blessings), but if you are thankless (i.e. disbelievers), verily! My Punishment is indeed severe.” [Quran: Chapter 14, verse 7]

6. Engage in istighfaar and dhikrullah  
Ibn Taymiyah (may Allah (glorified and exalted be He) have mercy on him) said:
“When I am confused in my understanding of an issue in religion, I forthwith beseech Allah to forgive me one thousand times - maybe a little more or maybe a little less. Then, Allah opens what was closed for me and I come to understand.”

7. Make dua to Allah (glorified and exalted be He) 
to help you to study with ihsaan and to make things easy for you. To combat laziness, supplicate:
Allaahumma innee a‛oodhu bika minal-hammi wal-ḥazani, wal-‛ajzi wal-kasali, wal-bukhli, wal-jubni, wa ḍala‛id-dayni, wa ghalabatir-rijaal”
 meaning: O Allah, I take refuge in You from anxiety, and sorrow, and weakness,and laziness, and miserliness, and cowardice, and the burden of debts and from being overpowered by men.

If you encounter any difficulty, supplicate:
Allahumma la sahla illa ma ja’altahu sahla, wa ‘anta taj-alul hazna idha shi’ta sahla”
meaning: O Allah! There is nothing easy except what You make easy, and You make the difficult easy if it be Your Will.

Supplicate to Allah (glorified and exalted be He) to increase you in knowledge:
” Rabbi zidnee ‘ilma”meaning “O my Lord, increase me in knowledge.”

 
May all seekers of knowledge find the path to Jannah In Sha Allah. 


Reference: Productive Muslim, IOU, Internet, Brother Ali Ruqaya*, Kalamullah 

*Brother Ali Ruqaya is one of the pioneers of the Muslim community in the Greater Toronto Area (GTA). He has helped to establish some of the longest running Muslim schools in the GTA, such as the ISNA Elementary School and Madresatul Banaat Almuslimaat. Brother Ali has been serving the Muslim community in the GTA and abroad for over 38 years. Some of his volunteer work includes visiting the sick in hospitals across the GTA, and building bridges by sitting on an interfaith committee. Brother Ali also gives khutbas (sermons) regularly in different mosques around the GTA and speaks at fundraisers and other events. Currently, Brother Ali is the Head Counselor at Madresatul Banaat Almuslimaat. He often travels to the Middle East and other parts of the world to raise funds for the school as well as to support those that are less fortunate in our community to attend the madrasa at a subsidy.


Facebook Note Link

উপলব্ধি ও প্রার্থনা

উপলব্ধি:

জীবন সমুদ্রের তীরে দাঁড়িয়ে এতদিন শুধুই নুড়ি কুড়িয়েছি। সামনে আমার অথৈ সমুদ্র। ইচ্ছা- সে সমুদ্রকে আমার জানতে হবে। বুঝতে হবে। কান পেতে শুনতে চাই সমুদ্রের কথা। সামনে আমার দূর- বহুদূর পথ পড়ে আছে। প্রায়শই দুশ্চিন্তায় পরে যাই, আমি কি পারবো? রাতের আকাশের ঝিকমিক তারা গুনে গুনে কুল পাইনে, শুধুই দীর্ঘশ্বাস। এই বসুন্ধরায় দুইটি দশক কাটিয়ে দিয়েছি নুড়ি পাথর কুড়িয়ে। কত কিছু বাকি এখনো আমার! কবে করব? কিভাবে করব?
ভেবে কূল পাইনে। সব ছেড়ে দূরে কোথায় চলে যেতে চায় এই মন। যেথায় বসে আর নুড়ি নয়, সমুদ্রের বিশালতায় হারিয়ে যাব। এসব শুধুই ভাবনা আর তারপর একটা বড় দীর্ঘশ্বাস। সবই বাকি, কিছু শেখা হল না আমার। কেবল মনে হয়- সময় আমার ফুরিয়ে আসছে। কেন যে আরেকটু আগে বুঝলাম না? কেন? .... জীবন এত ছোট কেনে ..... 


                                                    


প্রার্থনা:

ভাইয়া আমি জানি তুমি খুব কষ্টে আছো। তুমি রাতে ঘুমাতে পারছ না, পড়ায় মন দিতে পারছ না। তুমি সিদ্ধান্ত নিয়েছ ছেড়ে আসবে, কিন্তু মন মানছে না। ভাইয়া, মানূষের দুঃখ কষ্টের দিকে দেখ। তুমি কত ভালো আছো চিন্তা কর। আল্লাহর কাছে কাঁদ। ধন্যবাদ দাও। আর আল্লাহকে বলো,


"আল্লাহ আমাকে ভালো করে দাও। আমাকে ভালো থাকতে দাও। আমাকে দিয়ে তোমার দ্বীনের কিছু উপকার করিয়ে নাও। আমাকে দিয়ে এই পৃথিবীর মানুষের কিছু উপকার করিয়ে নাও। আমি যেন খালি আমাকে নিয়ে না থাকি। 
আমার প্রেম, আমার ভালোবাসা, আমার প্রবৃত্তি, আমার চাওয়া--পাওয়া আর না পাওয়ার হিসাব করতে করতে যেন আমার জীবন চলে না যায়। 
আল্লাহ তুমি আমাকের মানূষের মত মানুষ হয়ে বাঁচতে দাও। মুসলিমের মত মুসলিম।"

Sunday, July 7, 2013

Quote | Ali (RA)


Oh Allah, when I lose my hopes and plans, help me remember that Your love for me is greater than my disappointments, and Your plans for me are better than my dreams.