Friday, January 10, 2014

কুর’আনের বাংলা অনুবাদকে বাংলা কুর’আন বলা জায়েয নয়

আরবীর মূল বাক্যাবলী ছাড়া শুধু কুর’আনের অনুবাদ কোন ভাষায় লেখা হলে তাকে সেই ভাষার কুর’আন বলা জায়েয নয়; যেমন আজকাল অনেকেই শুধু বাংলা অনুবাদকে ‘বাংলা কুর’আন’ ইংরেজি অনুবাদকে ‘ইংরেজি কুর’আন’ বলে থাকে। এটা না জায়েয ও ধৃষ্টতা। মূল বাক্যাবলী ছাড়া কুর’আনকে অন্য ভাষায় ‘কুর’আন’ নামে প্রকাশ করা এবং তা ক্রয়-বিক্রয় করা না-জায়েয।  
        

তথ্যসূত্র:  তফসীর মাআরেফুল কুর’আন | সূরা আশ-শো’আরা, পৃষ্ঠা নং-৯৮৫     

No comments:

Post a Comment