بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
শুরু করছি আল্লাহর নামে
যিনি পরম করুণাময়, অতি দয়ালু
হযরত
আবু উসমান
রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন,
আমি
একবার হযরত ফারসি রাদিয়াল্লাহু আনহার সাথে একটি গাছের নিচে দাঁড়িয়ে ছিলাম। হযরত ফারসি
রাদিয়াল্লাহু আনহু গাছের একটি শুকনো ডালকে ধরে সেটিকে নাড়াতে লাগলেন এমনকি সে
ডালের সবগুলো পাতা ঝরে পড়ল। তিনি আমাকে লক্ষ্য করে বললেন, হে আবু উসমান, তুমি
আমাকে কেন জিজ্ঞেস করছ না আমি এই কাজটি কেন করছি? তখন আমি জিজ্ঞেস করলাম, আপনি এটা
কেন করলেন? তিনি তখন জবাব দিলেন,
আমি একদিন রাসুল সাল্লাল্লাহু আলাইহে
ওয়াসাল্লামের সাথে একটি গাছের নিচে অবস্থান করছিলাম। রাসুল সাল্লাল্লাহু আলাইহে
ওয়াসাল্লাম গাছের শুকনো একটি ডাল ধরে এভাবে নাড়াতে থাকলেন। আমি অপলক দৃষ্টিতে
তাকিয়ে রইলাম। আস্তে আস্তে সে ডালের সবগুলো পাতা ঝরে পড়ল। রাসুল সাল্লাল্লাহু
আলাইহে ওয়াসাল্লাম আমাকে লক্ষ্য করে বললেন,