Friday, May 20, 2016

উপলব্ধি - ১১ | বন্ধু নির্বাচন


 بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ

              শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়অতি দয়ালু 

 
রাসুল সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লাম বলেন,

প্রত্যেক মানুষ তার বন্ধুর আদর্শ গ্রহন করে থাকে। সুতরাং তোমাদের প্রত্যেকেই যাতে লক্ষ্য রাখে সে কাকে বন্ধু হিসেবে গ্রহন করছে।

আমরা যদি আমাদের সমাজের দিকে লক্ষ্য করি তাহলে এই হাদিসের বাস্তবতা সম্পর্কে উপলব্ধি করা আমাদের আর সহজ হবে। আমাদের সমাজে অনেক ভদ্র ছেলেকে মাদকাসক্ত হয়ে যেতে দেখি। এর কারণ কি? এর কারণ হচ্ছে, অসৎ সঙ্গ। মনে রাখবেন আপনার ফ্রেন্ড সার্কেলে যদি একজন মাদকাসক্ত থাকে তাহলে আপনার পুরো ফ্রেন্ড সার্কেলকে সে মাদকাসক্ত বানিয়ে ছাড়বে।



আজকের সমাজে অধিকাংশ তরুন অসৎসঙ্গের কারনে নষ্ট হচ্ছে। খারাপ বন্ধুদের প্ররোচনায় পড়ে গুনাহয় নিমজ্জিত হচ্ছে। একজন ভালো বন্ধু আপনার জীবনকে আলোকিত করে দিতে পারে এবং আরেকজন খারাপ বন্ধু আপনার জীবনকে অন্ধকারাচ্ছন্ন করে দিতে পারে।  কারণ, ভালো বন্ধু আপনাকে ভালো কাজের উপদেশ দিবে; আপনাকে আল্লাহর দিকে আহবান জানাবে; আপনাকে হারাম কাজ থেকে বিরত থাকতে বলবে। ভালো মানুষকে বন্ধু হিসেবে গ্রহন করলে আপনার চরিত্র উন্নত হবে। আপনার ঈমান মজবুত হবে। একজন ভালো বন্ধু আপনার জীবন ইসলামের আলোয় আলোকিত করে দিবে। আর খারাপ বন্ধু আপনাকে গুনাহর দিকে ধাবিত করবে। মাদক, নাচ-গান, অশ্লীলতা ও যিনা ব্যাভিচারের মত নিকৃষ্ট কাজের প্রতি আপনাকে উদ্বুদ্ধ করবে।