Monday, April 14, 2014

উপলব্ধি-৭


                                                          بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ 

                                     শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু


অনেকে বলছে রোজা রাখতে, অনেকে বলছে সব এভয়েড করে বাসায় বসে থাকতে। ফিত্নাহ থেকে বেঁচে থাকা কঠিন, খুবই কঠিন। আমার বিশ্ববিদ্যালয় জীবনের কথা মনে পড়ছে, হলের কথা মনে পড়ছে। হলে সকালবেলার সেই হুইসেলের কথা মনে পড়ছে। এটা একেকজনের ক্ষেত্রে একেকরকম। ম্যাক্সিমাম মানুষের ফিত্নাহর ধাক্কায় একটু আলাদাভাবে চিন্তায় বিশ্বাসী মানুষগুলো মানসিকভাবে, ইলমগতভাবে পোক্ত না হলে খড়কুটোর মত ভেসে যায় ঐ মঙ্গলযাত্রার সমুদ্রে। আল্লাহ্‌ আমাদের মাফ করুন অতীতের বিষয়সমূহতে, ভবিষ্যতের কঠিন সিচুয়েশনগুলো সামলানোর জন্য মানসিকভাবে প্রস্তুত করে দিন। আমিন।


আজ আমরা কি করতে পারি? বিশেষ কোন দিন নয় আজ আমাদের জন্য। বছরের অন্যদিনগুলোতে যেমন আমরা ইলম চর্চা করি, আজকেও তার ব্যত্যয় হবে না ইন শা আল্লাহ্‌। আমরা ইলম অর্জন করতে পারি 'মিল্লাতে ইব্রাহীম' বিষয়ে। ভাই, নিজে পড়লাম, অনেক জানলাম, কিন্তু আশেপাশের ভেসে যাওয়া মানুষগুলোকে জানালাম না- আল্লাহ্‌ কিন্তু আমাকে এর জন্য পাকড়াও করতে পারেন-'কেন তুমি জানাওনাই' এই বিষয়ক একটি হাদিস নিশ্চয় আমার ভাইদের জানা আছে বলে আমি বিশ্বাস করি। তাই উল্লেখ করলাম না।


আমরা Identity Crisis এ ভুগছি। আসুন ভাই, আমরা জানার চেষ্টা করি যেটা আমরা ভুলে গিয়েছিলাম। আল্লাহ্‌ কিন্তু এই আমাদেরকেই সর্বশ্রেষ্ঠ জাতি হিসেবে ঘোষণা দিয়েছিলেন।



শরীরের ভেতর ঐ ছোট্ট গোশতের টুকরোয় পচন ধরেছে ভাই, আসুন আমরা কোরআন পড়ি, 'আমরা কে' তা খুঁজে বের করি।




আর আল্লাহ কোন জাতিকে হেদায়েত করার পর পথভ্রষ্ট করেন না যতক্ষণ না তাদের জন্য পরিষ্কারভাবে বলে দেন সেসব বিষয় যা থেকে তাদের বেঁচে থাকা দরকার। নিঃসন্দেহে আল্লাহ সব বিষয়ে ওয়াকেফহাল। (At-Tawba: 115)




আল্লাহ কোন জাতির অবস্থা পরিবর্তন করেন না, যে পর্যন্ত না তারা তাদের নিজেদের অবস্থা পরিবর্তন করে। আল্লাহ যখন কোন জাতির উপর বিপদ চান, তখন তা রদ হওয়ার নয় এবং তিনি ব্যতীত তাদের কোন সাহায্যকারী নেই। (Ar-Ra'd: 11)



তারা বলবেঃ হে আমাদের পালনকর্তা, আমরা দূর্ভাগ্যের হাতে পরাভূত ছিলাম এবং আমরা ছিলাম বিভ্রান্ত জাতি। (Al-Muminoon: 106)




তার কারণ এই যে, আল্লাহ কখনও পরিবর্তন করেন না, সে সব নেয়ামত, যা তিনি কোন জাতিকে দান করেছিলেন, যতক্ষণ না সে জাতি নিজেই পরিবর্তিত করে দেয় নিজের জন্য নির্ধারিত বিষয়। বস্তুতঃ আল্লাহ শ্রবণকারী, মহাজ্ঞানী। (Al-Anfaal: 53)




আর ধৈর্য্যধারণ কর, নিশ্চয়ই আল্লাহ পূণ্যবানদের প্রতিদান বিনষ্ট করেন না। (Hud: 115)


আল্লাহ্‌ আমাদের সবাইকে ইসলামের পথে চলার তাউফিক দান করুন। আমিন।